প্রতিষ্ঠানটি বড়লেখা উপজেলা ধীন ৬নং বড়লেখা সদর ইউনিয়নের অর্ন্তগত ১নং ওয়ার্ডে অবস্থিত । বিদ্যালয়টি‘৩০ শতাংশ ভূমির উপর টিনসেডের ১টি মাএ ভবন। ১টি অফিস ৩টি শ্রেনি কক্ষ মোট শিক্ষার্থী ২৮৪ জন। শিক্ষক সংখ্যা ৫জন। শিক্ষার্থীর তুলনায় শ্রেনি কক্ষ আসবাব পএ ও শিক্ষক স্বল্পতার কারণে বিদ্যালয়টি এক গিফটে রুপান্তর করা সম্ভব হচ্ছে না। ই এম আই এস কোড-৬০৪০৫০৬০৯।
এলাকাবাসী ঐকান্তিক প্রচেষ্টায় ও শ্রী মহেন্দ্র সরকার গং এর দাতকৃত ৩০ শতাংশ ভূমিতে ১৯১৫ খ্রি: বিদ্যালয়টি প্রতিষ্ঠালাভ করে ১৯৭৩ খ্রি ১লা জুলাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এক ঘোষণায় বিদ্যালয়টি জাতীয়করণ করা হয় এবং সরকারী প্রতিষ্ঠান হিসাবে স্বকৃত্তি লাভ করে।
শিশু শ্রেণি | ১ম | ২য় | ৩য় | ৪র্থ | ৫ম |
৩০ | ৫০ | ৪৯ | ৬১ | ৬০ | ৩৪ |
ক্রমিক নং | নাম | পদবী |
০১ | নৃপেন্দ্র মাহন সরকার | সভাপতি |
০২ | আব্দুশ শহীদ | অভিভাবক সদস্য |
০৩ | সর্বেশ্বর সরকার | ভূমি দাতা সদস্য |
০৪ | সজনা বেগম | বিদোৎসাহী মহিলা সদস্য |
০৫ | সজনা বেগম | অভিবাবক সদস্য |
০৬ | মর্তুজ আলী | অভিবাবক সদস্য |
০৭ | সুকৃতি সরকার | অভিভাবক সদস্য |
০৮ | সুদীপ রঞ্জন দাস | মাধ্যমিক শিক্ষক |
০৯ | ইয়াসিন আলী | ইউ পি সদস্য |
১০ | নাজমা বেগম | শিক্ষক প্রতিনিধি |
১১ | জামিল আহমদ | প্রধান শিক্ষক/ সদস্য |
সন | ডি.আর ভূক্ত ছাত্র-ছাত্রী | পরীক্ষায় অংশগ্রহন কারী | পাশের সংখ্যা | মন্তব্য |
২০০৮ | ১৯ | ১৯ | ১৭ | ২০০৯সাল থেকে সমাপানী পরীক্ষা হচ্ছে
|
২০০৯ | ১৯ | ১৯ | ১৯ | |
২০১০ | ২৪ | ২৩ | ২২ | |
২০১১ | ৩৫ | ৩০ | ২৮ | |
২০১২ | ৪১ | ৩৭ | ৩৭ |
২০১৩সালের তালিকা প্রস্তুত হয় নাই।
সন | ট্যালেন্টপুল | সাধারণ |
২০০৮ | - | - |
২০০৯ | - | - |
২০১০ | - | - |
২০১১ | - | - |
২০১২ | - | - |
বিদ্যালয়ের পাঠের উন্নয়ন ও সমাপনী পরীক্ষায় পাশের হার ১০০% উন্নীতকরণ। প্রাথমিক শিক্ষাচক্র শতভাগ নিশ্চিতকরণ। শিখন শেখানো কার্যাবলী নিশ্চিতকরণ। শ্রেণি কায্যক্রম সুষ্টভাবে পরিচালনা করর জন্য বিদ্যালয়ে ভবন নির্মান একান্ত প্রযোজন।
সোনাতুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়,
গ্রাম: সোনাতুলা,
ডাক: বড়লেখা,
উপজেলা: বড়লেখা, মৌলভীবাজার।
ক্রমিক নং | ছাত্র-ছাত্রীর নাম | শ্রেণি | শাখা | রোল |
০১ | রুহামা তাসনিম | ২য় | - | ১ |
০২ | মাসুদা আক্তার | ২য় | - | ২ |
০৩ | তুছকিয়া জামাল | ৩য় | - | ১ |
০৪ | মৃনাল সরকার | ৩য় | - | ২ |
০৫ | তাহের আজিজ | ৪র্থ | - | ১ |
০৬ | রুকসানা বেগম | ৪র্থ | - | ২ |
০৭ | ফাহমিদা জান্নাত | ৫ম | - | ১ |
০৮ | রিন্টু সরকার | ৫ম | - | ২ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস