মৌলভীবাজার জেলা সদর থেকে বড়লেখা উপজেলার দুরত্ব ৭০ কি: মি: মৌলভী বাজার চাদনীঘাট বাস স্ট্যান্ড হতে বড়লেখা বাস স্ট্যান্ড পর্যন্ত সড়ক পথে বাস ভাড়া : ৭৫ টাকা। বড়লেখা বাস স্ট্যান্ড হতে পায়ে হেটে ২ মিনিটের ০৬নং বড়লেখা সদর ইউনিয়ন পরিষদে পৌছা যায়। অথবা সি এনজি যোগে চাদনীঘাট হতে কুলাউড়া উপজেলা পর্যন্ত ৫০ টাকা এবং কুলাউড়া হতে জুড়ি হয়ে বড়লেখা সিএনজি স্ট্যান্ড পার্যন্ত ৪০ টাকা। ১ মিনিটে সি এন জি স্ট্যান্ড হতে পায়ে হেটে ০৬নং বড়লেখা সদর ইউনিয়ন পরিষদে পৌছা যায়।